যেভাবে নতুন কাস্টমার এড করবেন।
১। প্রোফাইলে গিয়ে কাস্টমার সিলেক্ট করুন।
২। “নতুন কাস্টমার এড করুন” বাটনে যান।
৩। কাস্টমারের নাম লিখুন।
৪। কাস্টমারের ১১ সংখ্যার মোবাইল নাম্বার লিখুন।
৫। কাস্টমারের ঠিকানা লিখুন।
৬। বকেয়া প্রদানের লিমিট (সর্বোচ্চ যত টাকার বেশি বকেয়া দিতে চান না) লিখুন।
৭। প্রতি মাসে বকেয়া পরিশোধের শেষ তারিখ লিখুন।
৮। যার রেফারেন্সে (জামিনদার) বকেয়া দিচ্ছেন তার নাম লিখুন।
৯। রেফারেন্স ব্যক্তির ১১ সংখ্যার মোবাইল নাম্বার লিখুন।
১০। রেফারেন্স ব্যক্তির ঠিকানা লিখুন।
১১। কাস্টমারের ছবি তুলুন।
১২। বাটনে চাপ দিন।
যেভাবে কাস্টমারের তথ্য পরিবর্তন করবেন।
১। কাস্টমারের তালিকা থেকে পেন্সিল আইকনে চাপ দিন।
২। “তথ্য পরিবর্তন করুন” বাটনে যান
৩। প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে “তথ্য পরিবর্তন করুন” বাটনে চাপ দিন।
কাস্টমারের প্রোফাইল যেভাবে ডিলেট করবেন।
১। যে কাস্টমারের প্রোফাইল ডিলেট করতে চান সেই প্রোফাইলের সাথে সম্পৃক্ত যাবতীয় তথ্য এক এক করে সকল ফিচার থেকে ডিলেট করুন।
২। কাস্টমারের তালিকা থেকে পেন্সিল আইকনে যান।
৩। “প্রোফাইল ডিলেট করুন” বাটনে চাপ দিন।
৪। “হ্যাঁ” বাটনে চাপ দিন।