ঋণ ফিচারে এন্ট্রি দেয়ার আগে যার সাথে ঋণের লেনদেন করছেন তার তথ্য প্রোফাইল থেকে এন্ট্রি দিতে হবে।
যেভাবে ঋণ গ্রহন/আদায় এন্ট্রি দিবেন।
১। ঋণ বাটনে যান।
২। যার সাথে ঋণের লেনদেন করছেন তার নামের উপরে চাপ দিন।
৩। “গ্রহন/আদায়” বাটনে যান।
৪। টাকার পরিমাণ লিখুন।
৫। নোট লিখুন। (ঐচ্ছিক)
৬। বাটনে চাপ দিন।
যেভাবে ঋণ প্রদান/পরিশোধ এন্ট্রি দিবেন
১। ঋণ বাটনে যান।
২। যার সাথে ঋণের লেনদেন করছেন তার নামের উপরে চাপ দিন।
৩। “প্রদান/পরিশোধ” বাটনে যান।
৪। টাকার পরিমাণ লিখুন।
৫। নোট লিখুন। (ঐচ্ছিক)
৬। বাটনে চাপ দিন।
যেভাবে ঋণের তথ্য পরিবর্তন করবেন
১। ঋণ তালিকা পেজ থেকে নামের উপরে চাপ দিন।
২। যে তথ্যটি পরিবর্তন করতে চান তার উপরে চাপ দিন
৩। প্রয়োজন অনুযায়ী তথ্য পরিবর্তন করুন।
৪। “আপডেট করুন” বাটনে চাপ দিন।
যেভাবে ঋণের তথ্য ডিলেট করবেন
১। ঋণ তালিকা পেজ থেকে নামের উপরে চাপ দিন।
২। যে তথ্যটি ডিলেট করতে চান তার উপরে চাপ দিন
৩। “ডিলেট” বাটনে চাপ দিন।
৪। “হ্যাঁ” বাটনে চাপ দিন।