রাতে দোকান বন্ধের আগে আমরা ক্যাশবক্সের যে সম্পূর্ণ টাকা গুনে থাকি সেটাকেই মুদি ম্যানেজার ক্যাশবক্স বলেছে।
ক্যাশবক্স এন্ট্রি না দিলে সঠিক বিক্রয়ের হিসাব পাওয়া যাবেনা।
যেভাবে ক্যাশবক্সে ক্যাশ এড করবেন?
১। ড্যাসবোর্ড থেকে ক্যাশবক্সে যান।
২। “ক্যাশবক্স মিলাই” বাটনে যান।
৩। টাকার পরিমাণ লিখুন।
৪। বাটনে চাপ দিন।
যেভাবে ক্যাশবক্স আপডেট করবেন?
১। ক্যাশবক্স তালিকা পেজে যান।
২। তালিকা থেকে যেটা আপডেট করতে চান সেটাই উপরে চাপ দিন।
৩। টাকার পরিমাণ পরিবর্তন করুন।
৪। “আপডেট করুন” বাটনে চাপ দিন।
যেভাবে ক্যাশবক্সের কোন এন্ট্রি ডিলেট করবেন?
১। ক্যাশবক্স তালিকা পেজে যান।
২। তালিকা থেকে যেটা ডিলেট করতে চান সেটাই উপরে চাপ দিন।
৩। “ডিলেট করুন” বাটনে চাপ দিন।
৪। “হ্যাঁ” লেখা বাটনে চাপ দিন।